বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাজীপুর জেলা পরিষদের বাজেট ঘোষণা  

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা পরিষদের বাজেট ঘোষণা  

গাজীপুর জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের ১৬৭ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৯৫ টাকা বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথি আলহাজ মো. মোতাহার হোসেন মোল্লা। 

রোববার (৩০ জুন) গাজীপুর জেলা পরিষদ আয়োজিত পরিষদ অডিটরিয়ামে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। গাজীপুর জেলা পরিষদ হিসাব রক্ষক মো. আশরাফুল আলম বাজেট অধিবেশনের ২০২৪-২৫ অর্থবছরের জেলা পরিষদের  ১৬৭ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৯৫ টাকা  লিখিত বক্তব্য উপস্থাপন করেন। 

জেলা পরিষদ কর্তৃক বাজেট বিবরনীতে জানা যায় সংস্থাপন শাখায় ৮ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকা, নিজস্ব বাজেট ৪০ কোটি টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আমানত হোসেন খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইজাদুর রহমান মিলন। 

এছাড়াও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মো. জামিল হাসান দুর্জয়, কালীগজ্ঞ উপজেলা চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. সেলিম আজাদ, গাজীপুর জেলা পরিষদ  প্যানেল চয়ারম্যান মো. আনিছুর রহমান আরিফ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু হানিফসহ জেলা পরিষদ কর্মকর্তারা বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

টিএইচ